যদি ফোটে ব্রহ্মকমল

যদি ফোটে ব্রহ্মকমল
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

শরতের অবসান।শাকম্ভরী ফিরে গেছে ঘরে
এখনো আকাশে কখনো সখনো গর্ভবতী মেঘ
ঘোরে ফেরে বমি করে প্রচণ্ড অরুচি বশত
দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের অন্ধকারে কারা যেন হাঁটে।

ঘুণধরা ভালোবাসা আজ যেন চুপকথা গাছ
দাঁড়িয়ে থাকে এখানে ওখানে নির্মলচন্দ্র স্ট্রিটে
কারা যেন ব্রেক ক’ষে চোখের ইশারায় ডাকে
বিবস্ত্র ভালোবাসা আমাদের হাইটেক যুগে।

তথাপি মৃত ভালোবাসার শোকে কারা যেন কাঁদে
শুধু গ্রামে নয়,শহরের উড়ন্ত দেশলাই খোপে
ফিনিক্স পাখির মতো মৃতপ্রেম যদি বেঁচে ওঠে
যদি ব্রহ্মকমল ফোটে নির্বীজ পাথরের বুকে।

Loading

Leave A Comment