স্বপ্ন পূরণ
-বুদ্ধেশ্বর মোদক
সমাজ বাঁধন ছিন্ন করে
যাচ্ছে মানুষ মঙ্গলেতে…
দিচ্ছে পাড়ি ভিন্নগ্রহে,
রকেট চড়ে আকাশপথে।
নিত্যনতুন আবিষ্কারে
এগিয়ে যাচ্ছে নিজলক্ষ্যে…
এমন সাহস নেইকো কারো,
লক্ষ্যপথে তোমায় রোখে।
ভেঙে ফেলো আজ সমাজরীতি
মনের কথা শোনো…
করবে যদি স্বপ্নপূরন
মহাপুরুষদের মানো।
গিয়েছে যারা তোমার পথে,
তুমিও যেতে চাও…
কুসংস্কার না মেনে আজ
বাড়ির বাইরে যাও।
বেরোতে হবে সমাজ থেকে
দেখতে বিশ্বটাকে…
করতে হবে লক্ষ্যপূরণ
এগিয়ে সবার থেকে।
তাও যদি আজ না পারো তবে,
বোঝাও সমাজটাকে…
ভাঙতে শেখাও কারার কপাট
এগোতে শেখাও আগে।
পৌঁছে যাবে নিজের লক্ষ্যে,
ইচ্ছে হবে পূরণ…
দেশের দশের হবে একজন
করবে সবাই স্মরণ।