বাস্তব
-পলি ঘোষ
আজ দেখো তুমি দূরবীন ছাড়া দূর আকাশটাকে
মনে হচ্ছে যেন নদীর জলে নীল আকাশ ভেঙে পড়েছে।
আজ তাই কাছে গেলে বোঝা যায় কে আপন, কে পর।
জীবন হয়ে গেছে এমন ই এক আশ্চর্য অভিনয়।
দেখি আমি উদাস হয়ে তাকিয়ে বই এর মলাট টাকে ।
আজ মলাট দেখে মনে হয়
কি দারুণ সুখে আছে।
যদি পারো দেখো বই এর পাতা উল্টে পাল্টে ।
কাঁচের গ্লাস ভেঙে গেলে যেমন জোরে না।
আজ ঠিক আমার মন ও ভেঙে চুরমার।
কি ভাবে জোরা লাগাবে।
আমার মনের অন্তরালে লুকাইয়া সকল কথা
একলা উঠান জুড়ে আছো তুমি আছো
শুধু উদাসি হৃদয় জুড়ে জোছনা হয়ে।