কবিতা

দুর্নীতি: সি বি আই

দুর্নীতি: সি বি আই
– রাণা চ্যাটার্জী

 

 

এ দেশ টায় কি যে হবে বলতে পারেন গো দাদা,
যাদের উপর তদন্ত ভার তারা কিনা ছুঁড়ছে কাদা!

দুর্নীতির কাদা ছোড়াছুড়ি দুই কর্তা সি বি আই,
দেশের সেরা তদন্ত সংস্থা,আহা সত্যি তুলনা নাই ।

প্রথম,দ্বিতীয় অফিসার  দ্বয়,গিলে ফেলেছেন ঘুঁষ,

লড়াই দুই রাঘব বোয়ালে,সরকারের তাই তো হুঁশ।

নজিরবিহীন এমন ঘটনা, ঘুঁষ ও কয়েক কোটি
ট্যাক্সে জনগণ অস্থির ,জোটাতে  ভাত ও রুটি।

চোরকে,চোর ধরা কাজ,শুরু করেছিলেন শেরশাহ

সিবিআই তাবলে ঘুষ খাবে,বলো এ কেমন আবহ!

চুপ চুপ ,গেল গেল রব, বিরোধীরা দেখি সোচ্চার,

মধ্যরাতেই হলো ছুটি মঞ্জুর ,ভেলকির সমাহার ।

সরগরম দিল্লি, লোধী রোড, তখন বারোটা কাল,
কোন্দল না মেটালে চলে,কেন্দ্র অস্থির,নাজেহাল।

নতুন দায়িত্বে ডিরেক্টর এলেন, এম নাগেশ্বর রাও,
দুর্নীতি তদন্ত পরে,দুই কত্তা দীপাবলি তো কাটাও।

Loading

Leave A Comment

You cannot copy content of this page