পদপ্রান্তে
-সঙ্কর্ষণ
পাহাড়ের কোলে নিভন্ত শীতের সন্ধ্যেগুলো
যখন নরম আঁধারের চাদর মুড়ি দিয়ে
কান্না হয়ে নেমে আসে,
মাটির প্রদীপে ভূমিষ্ঠ ঊর্মিমালারা সমবেত কন্ঠে
এখানে গেয়ে ওঠে,”ওম মণিপদ্মে হুম।”
পাহাড়ের কোলে পেঁজা মেঘের সাথে
নিয়ত এখানে নির্ভরতা ভেসে যায়।
সাথে থাকে মুক্তির পানে ধেয়ে চলা উচ্চতার
প্রথম সোপানে পা রাখা কিছু মুণ্ডিত মস্তক…
আর থাকে লাল-হলদে কাপড়ে মোড়া কিছু শৈশব,
জ্ঞানবৃক্ষের ফলে যারা উত্তরাধিকারী।
ভাবনাগুলো কখন অজান্তেই পার হয়ে যায়
পাহাড়ের কোলে থাকা এক একটা পাকদণ্ডী।
প্রতিটা পাকে আমি পৌঁছে যাই সেই অধরা উচ্চতায়,
ছোট্টো এক একটা পায়ে আমিও কখন
মিশে যাই সেই মহাপ্রাণের পদপ্রান্তে।
যেন… যেন আমিও বহুকালের এক জপচক্র…
যার মুছে গেছে দিক, মুছে গেছে জরা,
শুধু আছে মন্ত্রটুকু… সেই এক, সেই অদ্বিতীয়…
“বুদ্ধং শরণং গচ্ছামি।”, আর আছেন…
আর আছেন তথাগত।