কবিতা

মুক্তির পথে

মুক্তির পথে
-শিবশঙ্কর মণ্ডল

 

 

নির্মম নিয়তির আর্ত উপত্যকা
জুড়ে ভাঙা স্বপ্নের দুর্ভিক্ষ
মুখরিত অনাস্বাদিত প্রণয়
যজ্ঞের হোমানলে, হলুদ বসন্তে
গাঁথা কত মালা পুড়ে ছাই
দাম্ভিক হৃদয় রক্তের উষ্ণায়নে।
হৃদয় শ্রাবণ রূপের প্লাবনে
ভরা বরষার স্রোতে ভাসিয়ে
তরী,আজ মস্তিষ্কের অসাড়
স্নায়ুকোষে আলপনা আঁকে ব্যথিত
রক্তের নীরব ক্লান্তির স্পর্শে।

বিকৃত সভ্যতার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে
প্রাচীন বল্মীক মৃত্তিকা দিয়ে
নিখুঁত তুলির টানে আজ
নি:সঙ্গ সময় আঁকে —আধুনিক
প্রেম ঐতিহ্যের কামান্ধ চেতনার
অবক্ষয়ী মূর্তি।
সনাতনী গরিমার সেঁজবাতি হাতে
দেখি অসভ্যতার কালো রাত গল্পের
ছলে ছিঁড়ে খায় অসংবৃত বিবর্তনের
পেলব মুখমণ্ডল।

অস্থির সময় চিন্তা চেতনার
কণ্ঠ হতে প্রেমের অমৃত কেড়ে
আজ ভাবনারা ক্ষণিকের ক্ষতে দেয়
সুদূরপ্রসারী বিষের নীলাভ প্রলেপ।
বিবেক মুক্তির পথ রুদ্ধ করে
অন্যায়ের দণ্ড হাতে দণ্ডায়মান
ভণ্ড সাধনার ব্যর্থ বিবর্তন।

Loading

Leave A Comment

You cannot copy content of this page