পাথুরে কবিতা…..

পাথুরে কবিতা..
-কৃষ্ণ বর্মন

 

 

প্রতিদিন খুব সযত্নে একটি একটি করে
পাথর বসিয়ে চলেছি বুকের ভিতর।
পাথরগুলি কোনো হিমালয় কিংবা আল্পস থেকে আনা নয়,
সেগুলি খুব প্রিয়জন কিংবা বন্ধুর দেওয়া।
ওরা ভাবছে ওই পাথর দিয়ে সর্বসুখ,

গৌরব আর নিরাপদ ভবিষৎ-এর প্রাসাদ গড়ব আমি
ওরা জানে না..
আমি এখনও অতটা দক্ষ কারিগর হয়ে উঠতে পারিনি।
আজও আমি গড়তে গিয়ে
প্রতি মুহূর্তে ভিতরে ভিতরে ভেঙে যাই।

পাথর জমাতে জমাতে
যদি কোনো দিন পুরো আমিটাই পাথর হয়ে যায়
সেদিন যত খুশি আঘাত কোরো,
যত খুশি পাথর ছুড়ো !
অভিমান অভিযোগের কবিতা লিখে
সেদিন কাউকে আর বিব্রত করব না।

Loading

Leave A Comment