মনের বারান্দা
-পারমিতা ভট্টাচার্য
আমাকে একটা মন খারাপের
জানালা দিতে পারো ?
যেখান দিয়ে হবে আলোর আনাগোনা
মুক্ত হবে আমার মনের হাজার কল্পনা ।
অকাল বৃষ্টির টুপটাপ আর
গড়িয়ে পড়া জল,
চুঁইয়ে পড়া আবেগ আর
নিয়নের কোলাহল।
নিঃস্তব্ধতা ছড়িয়ে পরে
শিশির ভেজা ঘাসে,
আমার মন খারাপের স্বপ্নগুলো
রাতের শেষে হাসে।
জটপাকানো মনের ভিতর
ভালোবাসার আলো ….
আমাকে একটা মন খারাপের
জানালা দিতে পারো?
ভালোবাসার পিঠে যখন
মেঘ হয়ে যায় জমা,
জানলা দিয়ে মন খারাপের
অবাধ আনাগোনা।
আকাশ তখন গোমড়া মুখের
তকমা এঁটে গায়ে!
বুদ্ধি করে আমার থেকে
মন বাঁচিয়ে চলে।
বুঝিগো বুঝি সবই বুঝি
না বুঝলে কি চলে,
অকালবৃষ্টি হয়ে তখন
কান্না হয়ে ঝরে।
কথার পিঠে চাপে কথা
সুখের পিঠে দুখ….
তুইইই আমার চিরসখা
বারান্দা-মেঘদূত॥
খুব সুন্দর