দ্বারস্থ

দ্বারস্থ
-সত্যেন্দ্রনাথ পাইন

 

 

আমি কবি নই
কবিতা ঠিক আসে না
আমি লেখক নই
লেখার জন্য উপযুক্ত রসদ আমার নেই।

আমি বিশ্বাসঘাতক বেইমান নই
আমি খুনী নই
কাউকে বাঁচানো আমার পক্ষে দু্ঃসাধ্য
আমি ভিটামিন আয়রণও নই
কালের বার্তা বহন করি শুধু

আমি দূষিত হাওয়া
আমি শ্রীহীন লক্ষ্মীছাড়া
হীন দুর্বল সরল সাদাসিধে
লাঞ্ছনা-বঞ্চনা-; নিপীড়ন
সহ্য করেও
নিশ্চূপ অকেজো জঞ্জালের স্তূপ।

ভালোবাসা মায়ার জন্য কারোর
দ্বারস্থ হলেও
বারবার গলাধাক্কা খেতে হয় আমায়

আমি পান্না হীরে চুনী বৈদুর্যমনি প্রবাল নই
আমাকে ধারণ করলে
বিষবাষ্প হয়তো উবে যেতে পারে
হয়তোবা উদাসী মন শান্ত হতে পারে
হয়তো-হয়তো-হয়তো
অরন্য সবুজ হতে পারে
আকাশটা ঘণ নীল হতে পারে

Loading

Leave A Comment