কবিতা

আমাকে আমার মত থাকতে দাও

আমাকে আমার মত থাকতে দাও
-অনোজ ব্যানার্জী

 

 

অঙ্কের নিয়মে চলে কি জীবন?
এই সংসারে চলতে হয়, রঙ -টঙ মেখেমেখে  সঙ সেজে সেজে….
ভালো সঙ সাজতে না পারলে  ভালো সংসারী হওয়া যাবেকি কখনো?

মিথ্যা বা্হাদুরী দেখিয়ে কি লাভ?
এই পৃথিবীটা বড়ো জটিল, বড়ো কুটিল,
কিন্তু এসব নকল সাজে সেজে থাকতে  সাজতে চায়না,

চায়না আমার সাদাসিধে মন।

মুখোশ পরে থাকতে কি ভালো লাগে কখনো?

মুখ এক কথা বলবে  মন বলবে অন্যকথা!!  এইভাবে চলেকি জীবন?
এইভাবে চলে কি সংসার? এইভাবে চলে কি পৃথিবী?
সকল মানুষ,পশুপাখী,পাহাড়,নদী, গাছপালা,
যে যেমন চলছে চলুক…চলুক…
পিঁপড়ে চলে পিঁপড়ের মত,ঘোড়া। চলে ঘোড়ার মত….
খোঁড়ালোক কি আর পারবে ছুটতে কোনদিন চিতাবাঘের মত তীব্রভাবে?
তুমি থাকো  তোমার মত তুমি চলো তোমার মত,
আমাকে আমার মত থাকতে দাও।
কোকিল গেয়ে যাক,সুমিষ্ট সঙ্গীত মধুরকন্ঠে,,
কাক কর্কশরবে করে যাক কা,,কা,,কা,,
তাতে কার কিইবা এসে যায়??
ওরা থাকুক ওদের মত,
আমাকে আমার মত থাকতে দাও।
আমাকে আমার মত চলতে দাও।
কেউ খাঁটি -ভিখারী হয়েও চলতে চায় রাজার মত,,
আবার কেউ প্রকৃত -রাজা হয়েও চলে, ভিখারির মত।
যার যা সাধ হয় করুক, যার যা মন চায় তাই করুক,
আমাকে আমার মত থাকতে দাও।

দেহের ঘামের মত…সন্ন্যাসীর মত,
ত্যাগ করলে,,ত্যাগ করা হয়, ত্যাগেই তো সুখ।
নবাব-বাদশার মত ভোগ করলে,,ভোগ করা হয়।

ভোগ করতে থাকলে ভোগের লালসা যায় বেড়ে যায় দিনেদিনে।

আমি চাইনা রাজা…ধনকুবের হতে।

চাই মনের-মানুষটাকে রাখতে বাঁচিয়ে নিরন্তর আজীবন।
জীবনটাকে ঠিক জীবনের মতই চলতে দাও,
আমাকে আমার মত থাকতে দাও।

Loading

Leave A Comment

You cannot copy content of this page