কবিতা

ভাইফোঁটার উপাখ্যান

ভাইফোঁটার উপাখ্যান
-শচীদুলাল পাল

 

 

ভাই বোনের স্নেহ শ্রদ্ধার বন্ধন।
অনাবিল ভালোবাসা চিরন্তন।।
ভাইফোঁটা উৎসব স্মরণ আবহমান।
বছরভর স্বাভিমানের অবসান।।
যম অমর ভগ্নী যমুনার সাধনায়।
ভাই দীর্ঘায়ু বোনের ভাইফোঁটায়।।
কার্তিকে কালীপূজার পর শুক্লা দ্বিতীয়ায়।
ব্রত উলু শঙ্খ ধনি চন্দনফোঁটায়।।
ভাই আমেরিকায় বোন ইন্ডিয়ায়।
ভিডিওতেই ভাইফোঁটা সারা যায়।।
যম যমীর কাহিনী বেদে নাই ঠাঁই।
সহবাস কাহিনী বলি কি করে হায়।।
নরকাসুর বধ সুভদ্রার কৃষ্ণ বরণ।
বিজয়ী ভাইয়ের ভালে টিপ চন্দন।।
আর এক কাহিনী আছে করি বর্নন।
বলি দ্বারা বন্দী বিষ্ণু অসহায় দেবগণ।।
বিষ্ণু উদ্ধারে স্বয়ং লক্ষীর গমন।
বলিরে ভাতৃরূপে লক্ষীর বরণ।।
তুষ্ট বলির লক্ষীরে বিষ্ণু প্রদান।
বলি লক্ষীর কাহিনী ভাতৃপ্রেম বর্নন।।
লক্ষী যমুনা সুভদ্রার ভাতৃবরণ।
উদবুদ্ধ হয়ে ভাইফোঁটা প্রচলন।।
রৌপমুদ্রা চন্দন কাজল দূর্বা ধান।
নানা উপচার নিম মিষ্টি ফল পান।।
ঘটি বাঙাল বাটি ভিন্ন ভিন্ন লোকাচার।
ভাইয়ের দীর্ঘজীবন কামনায় আধার।।
ভাই বোনের উপহার আদান প্রদান।
খুশী আনন্দ ভুরিভোজের পার্বণ।।
পুরুষের স্ত্রী, নারীর স্বামী থাকবে ঠিক নাই।
পুরুষের বোন নারীর ভাই থাকবেই সর্বদাই।।
পবিত্র এই বন্ধন কপালে একটি ফোঁটা।
ভাই আয়ুষ্মান ভগ্নী সুরক্ষায় ভাইফোঁটা।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page