মনে পড়ে
-তোফায়েল আহমেদ
মনে পড়ে তোমায়, কাশবনের শিরশির আলতো নরম ছোঁয়ায়,
ভ্রমর যখন কলির আঁচলে বসে মধু আলাপ করে পূরনের কত ইচ্ছায়।
মনে পড়ে তোমায় সবুজের উপর বাতাসের ঢেউ দেখে গতিময় স্বাধীনতায়,
সোনালী ফসল রঙ্গীলা হাসিতে কতদোল খায় হেলে দুলে নিজ কৃত্তিমতায়।
মনে পড়ে তোমাকে গোলাপের বাগানে গেলে,ছোয়াহীন ফুলটি তুলে খোপায় দিতাম,
জোয়ার ভাটার তীর অববাহিকায় সবুজে বসে বাদামী আড্ডায় মেতে উঠা সুখ নিতাম।
মনে পড়ে তোমাকে পলাতকী মনে ফাঁকি দিয়ে আমায় পশম বুকে জড়িয়ে ধরতে,
তখন তনুর ঘ্রানে ভেজা চুলের আলগা স্নিগ্ধে অসম্ভব ভাবে চেতনায় লুকাতে।
বহু বছরের কালাতিপাতে ভুলিনি তোমায় আজো, তাই মনে পড়ে স্মৃতির কোলে,
তুমি বাস্তবে নেই, হৃদয়ের স্পর্শে খুব বেশী মনে পড়ে, দৃষ্টিতে বৃষ্টির জলে।