অণু কবিতা

প্রেমকবি

প্রেমকবি
-রিতম কর

 

 

আমি বেলা শেষে ভীন দেশী বেশে,ডাকবো নামটি ধরে।
তুমি খুঁজে নিও,আর বুঝে নিও,একটু খেয়াল করে।
আজ মৃগাঙ্গ ধরা দিল ওই,সোনালি ধানের ক্ষেতে।
পিদিমের শিখা জ্বলে একাএকা,আতশ উঠেছে মেতে।
নব অহনায় রূপোলি ডিঙায়,আসবে আমার কাছে?
পুকুরের কাছে স্বপ্নে বানানো জলটুঙি রাখা আছে।
ওহে অঙ্গনা,দিওনা যাতনা ফাগুনের ভরা কালে।
কিংশুকে মোরা উপহার দেব,চুমে দেব কপালে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>