কবিতা

সাধক বিশ্বাসঘাতক

সাধক বিশ্বাসঘাতক
-পরিতোষ রায়

 

 

বিশ্বাসঘাতক তাকে বলো যাকে তুমি চেনো
তাকেই বলো যাকে তুমি বিশ্বাসঘাতকতায় সমুখে জানো!
কত শত ঘাতক লুকিয়ে আছে আঁখির গোচরে
তাকে করোনা তো নিন্দাঘাত প্রাণপণ সজোরে !
শত শত মানুষের জীবন নিয়ে করছে খেলা
খাবারের ভেজাল দিয়ে ছড়াচ্ছে বিষের মেলা!
আমাদের রক্তে মিশে গেছে বিষ
ছোটো ছোটো শিশুদের জীবন আজ করছে শেষ!
হাসপাতালে বাজছে মৃত্যুর ঘন্টা
স্বজনের কখন যে যায় প্রাণটা!
এখন ছোটো বড়ো সকলেরই শুধু রোগ
পুরোনো দিনের মানুষগুলো শুধু করে গেলো সুখ ভোগ!
তখন ছিলোনা বিষ ছিলোনা বিশ্বাসঘাতক
আজ বিশ্বাসঘাতক থাকে যে হয়ে সাধক!
মুখোশপরা ব্র্যান্ডগুলি আজ ভালোই আছে সুখে
আমরা তাকে ভালো ভেবে জয়ধ্বনি দিচ্ছি মুখে মুখে!
নামটা নাকো গুনটা দেখো
তবেই যে আর ঠকবে নাকো!
বিশ্ব জুড়ে আজ বিশ্বাসঘাতক
গেছে ভোরে, সাজছে সাধক!
সাধু বেশে দিচ্ছে ভালোবাসা
তারাই যে আজ বিষের বাসা!
খাবারে মেশাচ্ছে বিষ
তাই তো জীবন আজ প্রায় শেষ!!

Loading

Leave A Comment

You cannot copy content of this page