কবিতা

“ছিন্ন ভেলা”

“ছিন্ন ভেলা”
-মাধবী

আজ দেখেছি তোমার চোখে বিরক্তির বিস্ফোরণ….
প্রখর শব্দ বাণে ছিন্ন ভিন্ন করছিলে আমার হৃদয়।।
রক্তাক্ত হচ্ছিল আমার
ভালোবাসার প্রবল আবেগ,
ভেসে যাচ্ছিল স্বপ্নের ছিন্ন তরণী।।
কি দোষ ছিল সেই ছোট্ট জিজ্ঞাসায়?
কথার মায়া জালে যখন স্বপ্নেরা নিজেদের সাজিয়ে তুলছিল,
গড়েছিল নিজেদের স্বর্গ রাজ্য,
অবুঝ মন বোঝেনি তখন এ শুধুই মায়া।।
এক অদৃশ্য টানে তাকে নিয়ে চলেছিল কালের অতলে।
স্বপ্ন ভেঙেছে ,কি অসহ্য যন্ত্রনায় কুঁকড়ে উঠেছে শরীর।।
ভয়ে চিৎকার করেছি কেন এ মিথ্যের খেলা, কেন এত মিথ্যে মায়ার জাল? জবাব আসেনি—-
এসেছে এক রাশ বিরক্তি
ভেসে গেছে হাজার রাতের রূপকথার অসংখ্য প্রতিশ্রুতি।।।

Loading

6 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>