কবিতা

চলমান শব

চলমান শব
-ঋভু চট্টোপাধ্যায়

 

 

রক্ত ঝরে, মেঘে মেঘে অসমীকরণ,
জলে নামে শরতের ঢাক,
উন্মাদ মাদলের মাঝে অনবরত
ভূতের হাতে রহস্যমৃত্যু।
উঠে চলে যায় রানীর ভৃত্য।
পিঠের কলোনিতে জমা হওয়া বেওয়ারিশ লাশ,
কবরে হৃদধ্বনি শোনে কাওয়ালির রাস্তাঘাট।
কখনও কেউ আঙুল তোলেনি,
অন্তত এখনও অবধি কারোর সরকারি উপমার
লেজে পা নেই,বৃষ্টির মালকোশে প্রতিশ্রুতি,
বড় হচ্ছে সাইকেলের টায়ার,
এর মাঝেই ভালোমন্দ কাবাডির ডাংগুলি খেলা।
মেঘ যদি ধারাপাতের বই, ওপারেই চলমান শব।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>