কবিতা

মন্থন

মন্থন
– রীণা চ্যাটার্জী

 

চাই একটা মন্থন হোক আরো একবার:
গরল নিঃশেষে মিলবে অমৃত আবার,
গরলের জ্বালায় মনে ভয়! ভীষণ ভয়!
ডেকে আনবে ত্রাস, ধ্বংস আর ক্ষয়।
নীলকন্ঠ হতে চাই সবটুকু বিষপানে;
কন্ঠে ধরবো নাহয় সবটুকুই সজ্ঞানে,
দেখে যেতে চাই রয়ে, সয়ে সবটুকু ক্ষত
উঠে আসছে ঐশ্বর্য,ঐরাবত,অমৃত!
হোক আরো একবার শুদ্ধতার মন্থন
বিষপানে বেঁধে দেবো ক্ষয়ের গ্ৰথন।
আমি যে নারী! পাবো কি সে অধিকার?
অভিলাষ স্তব্ধ করে দেবে দম্ভ, অহংকার।
অনুমতির অপেক্ষায় কেটে যাবে প্রহর
‘অবলা’ উপেক্ষায় ভাসবে বিষের সাগর।
তবে এগিয়ে এসো তুমি প্রভু বেশী নীলকন্ঠ
পীয়ূষ ধারা নিয়ে আছি অপেক্ষায় অনন্ত,
জুড়িয়ে দিতে জ্বালা বিষের, যুগে যুগে বারবার,
‘শক্তিরূপেণ’ হলেও করবো না ‘সৃষ্টি’র সংহার।
প্ররোচনায় ছিনিয়েছিলে সেদিন আপন অমরত্ব
অসুর বেঁচেই আজো, সাথে তার দুর্জয় অস্তিত্ব,
অনুনয় এবার, মন্থনের অমৃত যেন সবাকার হয়
ষড়রিপু দূরে থাক, হোক শুধুই সততার জয়।
চাই না আর অসুরের অত্যাচার, মহত্ত্ব দেবতার
চিরন্তন হয়ে থাক মানবতা, মনুষ্যত্ব উদারতার।
প্রতীক্ষায় তোমার, এসো মহিমা ছেড়ে নীলকন্ঠ
দিলাম কথা,পীয়ূষ ধারায় সিক্ত করবো যুগান্ত।।

Loading

8 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>