কবিতা

মৃত্যু

মৃত্যু
-রেহানা দেবনাথ

 

 

তুমি মোর শিয়রে এসে দাঁড়িয়েছিলে
অনাগত হয়ে সময়ে অসময়ে বারংবার
অবুঝের মত মুখ লুকিয়ে ছিলাম প্রতিবার
আমার অনীহায় বাধ্য হয়ে ফিরে গিয়েছিলে!

ভয়ার্ত চোখ খুলে যখন ধীরে ধীরে দেখেছি
তোমার অস্তিত্ব আর নেই কোনোখানে!
নতুন করে বাঁচার আনন্দে উচ্ছসিত হয়েছি
ভেবেছি এবারেও বেঁচে গেলাম প্রাণে!

তুমি উপহাস করে অট্টহাসি হেসেছিলে
আমার মত ভোগ পিপাসুর কৃতকর্মের জন্য!
হয়তো ত্যাগের পরীক্ষা নিতে তুমি এসেছিলে
দম্ভের নেশায় ভুলে ছিলাম আমি অতি নগণ্য।

জীবন সায়াহ্নে নশ্বর দেহ যখন জরাগ্রস্থ
প্রতিক্ষণে আজ বন্ধু তোমাকে স্মরণ করি!
শুধরে নিতে চাই ভুল যা করেছিলাম মস্ত
এসো মৃত্যু আলিঙ্গন কর! চির শান্তিতে ঘুমিয়ে পড়ি।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>