
হয়তো কখনো…!
হয়তো কখনো…!
-সত্য দেব পতি
বিশ্বাসের বর্ণমালা থেকে বাস্তবের অক্ষর নিয়ে ভালোবাসা লিখেছি
জীবনের সাদাপাতার বুকচিরে..
মনের গভীর অমানিশায় ক্ষীণতর আলো,
আবৃত প্রেম বেরিয়ে আসতে চায় স্ফুলিঙ্গাকারে সবার সামনে।
তোমার সময়াভাবে অশ্রুত হয় মন,
ভালোবাসার সজল ধারা প্রবাহিত বাতায়নে জুড়ে…
নিয়মে বাঁধা জীবন স্রোতে খড়কুটোর মতো ভাসছে অসহায় সময়।
তোমার ভালোবাসার ধরণ আমাকে বিমর্ষ করে লহমায়.,
মন চাইলে ও তুমি বন্দি আছো সামাজিক বেষ্টনে-
হয়তো বা সেই পরিধি তুমিই পেরিয়ে আসবে তোমার অজানা প্রবাহের স্রোত বেয়ে,
আমি রইলাম আমার মন খোলা বাতায়নে নীরবে।


One Comment
Anonymous
আমার মনের কথা কবিতা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি এই bloge