স্বপ্নের সাথে
-পারমিতা ভট্টাচার্য
স্বপ্নের সাথে আপোস করায় একটা সুখ আছে।
যা সবারই বুকে বাজে বারবার,
আমরা মানুষ, স্বপ্নের কারিগর।
এক দিকে হৃদয়ের গহন গোপন গুহায়
লুকিয়ে থাকে স্বপ্নের চিত্রকর।
অন্য দিকে…….
চোরাই পথে চলে স্বপ্নের কারবার।
আমরা মানুষ,
ভাঙ্গা স্বপ্নকে জোড়া দেওয়াই আমাদের কাজ।
কখনও আবেগ, কখনও ভালোবাসায়
আবার গোটা হয় হৃদয়ের সাজ….
এভাবেই মনের অন্ধকারে বারেবারে
ভাঙ্গা-গড়া করে করে,
মানুষও স্বপ্নের রাজ্যে চলে যায়….
কোনো গোপন গহন গুহায়।
স্বপ্নের সাথে আপোস করা তো
আছে একটা সুখের আশ্বাস।
মানুষ মরে যায় তবু স্বপ্ন ছাড়ে না তার রাশ॥
Ekdom thik likhechen Didi. Khub sundor apnr kobita