বাহির পানে দেখ

বাহির পানে দেখ

-সুমিতা পয়ড়্যা

অন্তরে না রাখো বাহির পানে চাও,
ছুঁইও না চাহনিতে আবেগ দাও;
কাছে না টানো এক কিনারে দাঁড়াও।
দুচোখের অবগাহনে একটু না হয় তাকাও।
বৃষ্টির জলে না ভেজো আচ্ছাদনেই থাকো—
শ্যাওলা বিহীন নোনা জলের একটু খবর রাখো।
জনসমক্ষে নাই বা ডাকলে অন্তরের ডাক পাঠাও;
নিঃসঙ্গতার বেড়াজালে একটু বারতা দাও।
মনে না রাখ গোপনে কর বাস
চেনার মাঝে অচেনা রূপেই দিও আশ্বাস।
দূরেই না হয় থাকলে দূর হতে হাত বাড়াও,
স্বপনের পরশ মাখি বাহুপাশে জড়াও।
কাছে না আস একান্তেই কাটাও,
সুরে সুরে দূর হতে মিলনের গান গাও।
সঙ্গে নাই বা নিলে নীরবে নিভৃতে আড়ালেই থাকো
একাকীত্বের লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখ।
জেতাতে না পার হারাতে তো পার,
অন্তরালেই থেকে না হয় আমিত্বটাকে ধর।
হৃদয়ে না লেখ. কবিতায় লেখ
রঙে-রূপে-বাহারে কাব্যে কাব্যে ছবিই এঁকো।

Loading

Leave A Comment