ভোরের পাখি
-তোফায়েল আহমেদ
ভোরের পাখি তার সুরের কন্ঠে কহিছে ডাকি,
ওরে মানব তোমরা আর প্রার্থনায় দিওনা ফাঁকি।
আমরা হলাম দুনিয়াতে ক্ষুদ্রতম জীবনের পাখি,
দিনভর কি কি কাজ করলাম হিসাবেতে রাখি।
তোমরাতো শ্রেষ্ট সৃষ্টির সন্মান পেয়েছো ভব ডোরে,
তবে কেন তোমরা সবাই ঘুমিয়ে থাক ভোরে।
আমাদের সুরের কথা আর কি বলিব ওরে বন্ধু,
আগের মত মধুর সুর আর কন্ঠে নেই মোদের বিন্দু।
মানুষ এখন আমাদের ধরে ধরে মজা করে খায়,
সুরে যদি চিনে ফেলে মোদের রাতে ধরবে গায়।
তাইতো মোরা আস্তে ডাকি জিকির তাতে হয়,
মানুষের ঘুম ভাঙ্গতে পারলেই আমাদের জয়।
গাছে গাছে থাকি বলে অবহেলা করনা মোদের,
বাঁচানোর মালিক আছেতো স্রষ্টা এক কাদের।
কিচির মিচির করে কত জ্বালাতন করি মোরা,
ক্ষমা চোখে দেখিও এসব, নইতো বিবেক হারা।
রাতগুলো কাটাই মোদের বসে বসে গাছের ডালে,
পা দুটি পুড়ে যায় দিনের তপ্ত রৌদ্রে বসিলে চালে।
খাবার খেতে উড়াল পাড়ি প্রভাতের নরম আলেআয়,
রিজিকের মালিক আল্লাহ, তিনিই মোদের খাওয়ায়।