কবিতা

প্রভাতী প্রেম

প্রভাতী প্রেম

-অমল দাস

 

 

নয়ন মুদিয়া দেখিনু তাহারে

রাঙিল প্রভাত কে মোর ঘরে!

আসিতে বাহিরে স্পর্শিল চরণ

শিশির ঘাস, শুধাইল কাহারে স্মরণ?

 

প্রভাত তুলিয়া আলোর সুর

বলে, হে প্রিয়া তুমি কতদূর ?

বাতাস বলিল কানে, শোন কথা!

কহো ভালোবাসি ভাঙ্গি নীরবতা।

 

অম্বর কোলে বাহু তুলিলাম,

মেঘা হাস্যে- ‘সবই শুনিলাম’!

কহিল রবি, তাহারে কি ভালোবাসো?

আমি অস্ফুটে, একবার কাছে আসো!

 

নীল সুদূরী মম ধান্য ক্ষেত

হরিৎ সমারোহে কাশের শ্বেত,

কবুতর অভিলাষী পরবাসী

কহে, লিখিয়া দাও তাহারে ভালোবাসি!

 

শিউলির ঘ্রাণ মুগ্ধ করিয়া

তুলসী পরশ শুদ্ধ করিয়া

গাঁদা গোলাপ সাজিল একই সারে

ডাকিও তাহারে কহিল সমস্বরে।

 

নিকটে বেণুবন মৃদু নিত্যে

ঊর্মি দোদুলে মম চিত্তে;  

ধূলি মৃত্তিকার সোঁদা সোঁদা ভাব

কহে, চাহিলেই মিটিবে অভাব।  

 

কোয়েল দোয়েল আজি গানে গানে

নদী বহে  বৈঠার কলতানে,  

কহে শৈত্য জ্বালের রসের গুড়

তাহারে স্থান দাও হৃদয়পুর।

 

মিলিত সকলের সুর-সঙ্গীত

মুক্তির নাহি কোন ইঙ্গিত

পুলকিত মনে প্রণয় হাসি

কহি লাজে, প্রভাতী ভালোবাসি।  

 

 

 

 

Loading

2 Comments

Leave a Reply to AmalCancel reply

You cannot copy content of this page