নারী তুমি চিরো দুখিনী

নারী তুমি চিরো দুখিনী
-সুপ্রিয়া চক্রবর্ত্তী

 

 

তোমার প্রতিনিয়ত অবহেলা, মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি
তোমার আনুগত্য উপভোগ করি, অবহেলা সইতে পারি না

তুমি ভাবো আমি তোমার অনুগত বলে, আমাকে যেমন খুশি ব্যবহার করবে?
অনুগত হই তোমাকে ভালোবাসি বলে, তোমাকে শ্রদ্ধা করি বলে পুরুষ!

এটা তোমার ভালোবাসা না, তোমার অহংকার!
তোমার পৌরুষত্ব ফলাও তুমি পুরুষ!

যে নারীর তুমি বশবর্তী,যে নারী তোমার জননী,
যে নারী তোমার স্ত্রী,যে নারী তোমার কন্যা,তার কাছে তুমি পৌরুষত্ব ফলাও?

যে মাতৃ গর্ভ হতে জন্ম তোমার, যে স্ত্রী র সন্তানের পিতা তুমি,
যে কন্যা তোমার ঔরস জাত, সেই নারীকে পায়ে মাড়াও তুমি কাপুরুষ!

যে নারীকে তুমি সহধর্মিণী করেছ, যে নারী তোমার অর্ধাঙ্গিনী,
যার তুমি অন্ন,বস্ত্রের ভার নিয়েছ,
সেই অন্ন তুমি তোমার স্ত্রীকে মুখে তুলে দাও দয়ার দান ভেবে?
ব্যঞ্জনকে ভরিয়ে তোলো বাক্য ব্যঞ্জনা দিয়ে!!

আমাদের দেশে এমন অনেক নারী আছেন
যারা সেই অন্ন মুখে তোলেন চোখের জলে
এ তোমার অহংকার পুরুষ! এ তোমার অহংকার!

নারী জীবন যখন শেষ হয়, তখনও তার চিন্তা থাকে,
তার স্বামীর দিকে,তার সন্তানের দিকে,তার সংসারের দিকে।

যে পুরুষ নারীকে জর্জরিত করেছে প্রহারে,প্রহারে,
বাক্যবাণে,অন্তরে,বাহিরে তার দিকে!

স্বাধীনতার এতো বছর পরেও!
আর কবে তোমার চেতনা হবে পুরুষ!!

Loading

Leave A Comment