উপদ্রবের যন্ত্র’রা
– অমল দাস
তপ্ত আগুন জ্বালিয়ে যখন নিভতে চায়না মনের বাতি,
ঘুম না আসা রাত্রি জুড়ে সেইতো আমার জীবন সাথী।
শুক্লা চাঁদের জোৎস্না মেখে খুঁজি তারে বালির চরে,
যৌবনী স্রোত ঢেউ তুলে দেয় মন গহীনের সাগর পারে।
মেঘ ভাসে ঐ নীলাকাশে নেই যে তার বসত ঘর
আমি নিঃস্ব নায়ে বৈঠা হাতে চতুর্দিকে নেই তো চর।
কাশ ফুলের ঐ পাপড়ি ওড়ে মন খারাপের দুপুর বেলা
সূর্য ঘুমায় রাতের কোলে একলা পথেই আমার চলা।
উপদ্রবের যন্ত্র’রা রোজ সুর কেড়ে নেয় মন বীণার
স্মরণ চাপা মরু তলে নেই তো উপায় তুলে আনার।
আমার সমস্ত রঙ লাল গ্রহতে সবুজ যেথা চিহ্নহীন
নিয়ন তারায় রাত্রি সাজে আমার নৈশ হৃদয় বর্ণহীন ।
রোজ সকালে পাপড়ি ঝরা ফুলের মরণ মাটির’পরে
মন যে ব্যাকুল বাতাস হয়ে খুঁজে নিতে চাইছে তারে।
এক ক্ষুদ্র তারা আস্ফালনে সোহাগ চায় চাঁদের সাথে
আমার স্বপ্ন সিঁড়ি দোদুল্যমান অজানা এক আতঙ্কেতে।
খুব সুন্দর কবিতা
ধন্যবাদ কবি
বাহ, খুব সুন্দর
শুভেচ্ছা সতত
আতঙ্করা সব বেজায় মিছে
জীবন বাসর উঠবে সেজে
ছন্দে ছন্দে মিলিয়ে দিয়ে
জ্যোৎস্না রাতে পথ মিলিয়ে
একরাশ ভালো লাগা