শুধুই … ‘মমি!’
–রীণা চ্যাটার্জী
ফেলে রাখা বিশ্বাসে পরপারে চলে যাওয়া..
মৃত অস্তিত্বের আয়োজনে, অভ্যাসের দাসত্ব,
ভাবনার দায় বিহীন; মগ্ন বিলাসিতার আবেগে
হিমলগ্নের ভারে সাজানো ত্রুটিহীন মৃত্যু বাসর।
ক্ষমতার অলিন্দে বসে, শিখে নেওয়া জীবন দর্শন,
বোধ নেই, হতে পারে মৃতের প্রয়োজন কতটুকু!
সাজসজ্জা, বাহার, সেবার যোগানের সব মজুত
পারিশ্রমিকের মোহর বিনিময়ে নয়, স্বেদ রক্তের
অমানুষিক ক্ষতের মূল্যায়নে নির্মমতার নির্মাণ।
প্রতুলতায় মোড়ানো এক-একটি বিশাল সৌধ
অতীত নিষ্ঠুরতার মলাটে বন্দনায় ‘পিরামিড’
দাবি রাখে মরণের পরেও দাম্ভিকতার শিরোপা।
রূধির ঝরানো বিষ নীল অভিশপ্ত কাহিনীর ঘায়ে
নীলনদের অববাহিকা, নীরবতায়! বাকহীন লজ্জায়।
গুমরে কাঁদে আজো না জানা, না বলা অনেক ব্যথা
অবিস্মরণীয় স্মৃতির বোঝা মিশরের ভাঁজে ভাঁজে।
ভেষজ প্রলেপে নেওয়া অমরত্বের আশা-প্রত্যাশা
হৃদয়ের তাড়নায় নয়, তবুও বিখ্যাত যুগ যুগ ধরে
মূক ইতিহাসের মৃত পাতা সাজে অবোধ বাসনায়
কালজয়ী নামাঙ্কিত তোমার রূপ শুধু… “মমি!”
অহঙ্কারের স্বমূর্ত প্রতীক তুমি শুধুই…”‘মমি!”
লেখনীর মধ্যে এক চরম বাস্তবতা ফুটে উঠেছে , যা এক কথায় অনবদ্য।
অশেষ কৃতজ্ঞতা
বাহ, খুব ভালো হয়েছে, ভালো লাগলো খুব…-
💞