কবিতা

অধরা বহ্নী

অধরা বহ্নী 
-সত্যদেব পতি

 

 

কেমন ছিল সেদিন বলতে পারো?
যেদিন প্রথম আলোর কিরণে তুমি এসেছিলেন আমার মনের গহীনে…
কিছু চাওয়া পাওয়ার বন্ধনে নয় শুরু হয় বন্ধুত্ব দিয়ে,
প্রতিদিনের কথা ছিল অশেষ জলরাশির মতো।
সেই দুর্বল সময় লিখে দিল আলেখ্য প্রেম,
হয়তো বুঝতে সময় লেগেছে অনেকটা…
তোমার ভালোবাসায় পরিপক্ক হলো মন,
বিশ্বাসের বাতাসে শুধু তোমার চেনা গন্ধ – –
আমার অনুর্বর জমিতে ভালোবাসার ফসল ফলিয়েছো।
নিজেকে প্রশ্নের মুখে রেখে উত্তর পাইনি আজকে ও…
কিছু সময় পর তুমি নিজেকে সরিয়ে নিয়েছ আপন খেয়ালে – –
অবুঝ মনে চেপে বসলো হিমালয়ান বরফ,
ভগ্ন হৃদয়ে জৈষ্ঠ্যের মরুঝড়,
আজও তুমি আমার কাছে আধরা বহ্নী হয়ে রয়ে গেলে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>