কবিতা

আগুন জ্বালাও

আগুন জ্বালাও
-সুমিতা পয়ড়্যা

 

 

বাঁ দিকটা আজ শূণ্য
ফুসফুস গুলো শ্লেষ্মার কবলে,
নোনা জলের ক্ষার গালের প্রলেপে;
তবু তো বাঁদিকে শূণ্যতা,বিশুদ্ধ হব কি করে !
ফেরারি মন ফেরারির দেশে—
উলঙ্গ রাজারা দিকে দিগন্তরে,
কতশত অমলকান্তি রোদ্দুরের অপেক্ষায়;
বিষাদ বেলায় নির্জনতায় শূণ্য পানে ধাও!
সময়ের তালে তালে আর একটু না হয় বাঁও !
বন্ধ চোখে অস্তরাগের পারে উত্তুরে হাওয়ায় নাও !
যেথা চাও সেথা যাও একবার স্মরণ দাও !
আমরা আছি যে ক’জন তাতেই আগুন জ্বালাও !
পথের দিশা এগিয়ে চলার সৃষ্টিটাকেই বাঁচাও।
সত্য আজ বিপন্নতায় ঘেরা—
বিপন্ন সমাজ ভ্রষ্টাচারে ভরা—
উলঙ্গ রাজার কাপড়ের অভাব সবাকার ঘরে ঘরে,
সবাই এখন তার প্রতিকার চায় নিভৃতে নীরবে।
আগুন জ্বালাও,জ্বালাও আগুন
মর্ত্যের পারে আবার জাগুন !

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page