কবিতা

ঊনিশের বরণ

ঊনিশের বরণ
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

পেরিয়ে আঠারো সংখ্যা হিসাবে
এবার এসেছে ঊনিশ,
যৌবন তাই উঠেছে মেতে
অশুভে করবে ফিনিস।

দৃপ্ত স্লোগান, দু’চোখে স্বপন
অন্যায়ের প্রতিবাদ,
বঞ্চনা আর স‌ইবে না কেউ
রাখবে না মনে বিষাদ।

এই ঊনিশে বেপরোয়া সবে
মানবে না অত্যাচার,
শাসকের ঐ রক্তচোখকে
করবে যে প্রতিহার।

আঠারোতে ছিল প্রতিবাদ শুধু
ঊনিশেতে প্রতিকার,
বাইক র‍্যালী ,দেখেছে বাংলা
শুনছে যৌবনের হুঙ্কার।

আজকে সে স্বর মিলিত হয়েছে
শ্রমিক, কৃষক সাথে,
বিপ্লব এনেছে, সিঙ্গুর র‍্যালী
সূচনা আঠারোতে ।

ঊনিশ এসেছে সাদর আবাহনে
গাইবে কি জয়গান ?
অত্যাচারীর হবে কি বিনাশ?
জাগবে আবার প্রাণ !

তুমি, আমি ,সে ছিলাম ঊনিশে
জানি বয়সের গুন,
বয়স ঊনিশ, বছর ঊনিশের
জয়ের মশাল -আগুন।

এসো,এসো আজ মিলি একসাথ,
ঊনিশেরে করি বরণ,
জয়ের তিলক আঁকবোই মাথে
হারবো না অকারণ।।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>