ভালবাসা অনুক্ষণ
-শিবশঙ্কর মণ্ডল
মেহেদিপাতায় কৌমুদী নিশি
নি:স্তব্ধতার প্রহর ভেঙে বর্ণালী
মেঘ অস্থির শয্যায় শীত শীতল
ভালবাসা আত্মনিবেদনের গন্ধ
শুঁকেই হলুদ মেয়েটি বরফের
গলনে খোঁজে বিহ্বলতার অস্তিত্ব।
গান্ধার গুহ্যে বৈভবের বাকল
মোচন করে হলুদ মেয়েটির
ন্যায় ঝুলন্ত চাঁদের গর্তে ছোঁ
মারে জোনাকিরাও রূঢ়
রাত্রি স্পর্শের পার্থিব অবয়বে ।
হলুদ মেয়েটি ছুঁয়ে চেতনার
ভাস্কর্য অষ্টাদশী বসন্ত শুধু
এঁকেছে লাল- নীল- সবুজ-
বেগুনি- সোনালী- আকাশী
স্বপ্নের চোখে নগ্ন অহংকার।
‘লিওনার্দো’ নই, ‘মোনালিসা’ রূপ
দিতে অক্ষম; তাই শুধু স্মৃতির
ক্যানভাস ভেজায় অমৃত প্রেমের
এই হৃদয় সিক্ত তুলির অকাল
শ্রাবণঘন লোনা জলে।
স্বপ্নাতুর রাত্রির স্মরণ আর্তি নিমগ্ন
প্লাবনময় বুকের বালিয়াড়িতে,
হলুদ শাড়ির ঘ্রাণেই ঝুলন্ত
চাঁদের ছোঁয়ায় ঘুমের আয়োজনে
বসন্ত সাজাই রূপসার প্রেমময়ী
বুকের বিজন অরণ্যে।
যে চোখে আজো ফোটে
‘পিকাসোর’ ভাস্কর্য……… সে চোখে
চোখ রেখেই এঁকে যাব
কৃষ্ণচূড়ার আভায় ভালবাসা অনুক্ষণ।