কবিতা

শমন

শমন
-সত্যেন্দ্রনাথ পাইন

 


অশনি সংকেত
প্রাচীন পাপের চিহ্ণ বহন করে চলেছে মানব জীবন।
জীবনবোধের নাট্যশালায় কত রাত
কেটেছে পুরুষ নারীর প্রণয়লীলায় যৌনমিলনে।

বয়স বাঁধ মানেনি ।

মায়ের বয়সী নারীকে নিয়ে
মত্ত পুরুষের ভালোবাসার কথা, 
নৈতিক না অনৈতিক সম্পর্ক, 
রক্ষিতা না আত্মবিশ্বাস নিয়ে
সুন্দর সবকিছু এঁকে বেঁকে ফিরেছে।

ছুরির ফলায় নারী ক্ষুধার্ত
সৌন্দর্যের লীলাভূমি স্বপ্নজাত
স্পর্শময় রঙিন বনফুল।
বিছানায় নারী পুরুষ নির্বিশেষে প্রেম নিবেদন

কল্পনা, দুর্ঘটনা, না যৌনমিলনে অংশগ্রহণ

ভাবভঙ্গি ভূবন দর্শন
বিবাহিত বিবর্ণ গুরুত্বপূর্ণ বাস্তব

উপন্যাসের অন্তর্দাহকে পাথর করে

মিশে গেলাম অস্তিত্বের শিকড়ে…..

Loading

Leave A Comment

You cannot copy content of this page