“নেতাজী মানে”
“নেতাজী মানে”
-শিবব্রত গুহ
নেতাজী মানে…এক আপোষহীন লড়াই,
পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে, স্বাধীনতা অর্জন করা চাই।
নেতাজী মানে…অসীম সাহসীকতা,
নেতাজী মানে, এক বীরত্বের ইতিকথা।
নেতাজী মানে…দেশের প্রতি ভালোবাসা,
নেতাজী মানে, কোটি কোটি ভারতবাসীর আশা ও ভরসা।
নেতাজী মানে…অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠা এক কন্ঠ,
নেতাজী মানে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে করে দেয় লন্ডভন্ড।
নেতাজী মানে…ইস্পাত কঠিন দৃঢ় মানসিকতা,
নেতাজী মানে, মৃত্যুকে জয় করার এক রূপকথা।
নেতাজী হলেন ভারত মাতার এক বীর সন্তান,
কখন ও ভোলা যাবে না
নেতাজী’র অবদান, নেতাজী’র অবদান, নেতাজী’র অবদান।


2 Comments
Anonymous
Salute
Anonymous
খুব সুন্দর কবিতা লিখেছেন।
মনটা ভরে গেলো। আরো এমন কবিতা আপনার কাছে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।