আর একটা সূর্যাস্ত
-পারমিতা ভট্টাচার্য
বিদায় বেলায় ভরে নাও
হিসেবের পাত্র খানি
তোমার হৃদয় ভাঙ্গা ভালবাসায়
বানভাসি আজ আমি….
কিই পেলেম, কিই বা দিলেম
জানে অন্তর্যামী।
তুমি একবার ভাবো আমি নেই,
আমি নেই- নেই আমার কবিতা….
চারিদিকে শুধু ভাষাহীন শূন্যতা….
শীতের বাতাসে আজ শুধুই রিক্ততা।
নেই, নেই, নেই
কোথাও নেই আমি….
না কারুর ভাবনায়, না কারুর চেতনায়,
না কারুর ভালবাসবার শুভ কামনায়।
এক দিন- দু’দিন- তিন দিন,
সব ভেসে যায় গাঙের জলে….
রয়ে যায় কিছু স্মৃতি চিরদিন
এই ব্যস্ততার ফাঁকে….
কে কাকেই বা মনে রাখে?
সময়ে গা ভাসায় প্রহেলিকায়,
আর আমি? প্রতীক্ষা করি,
আর একটা সূর্যাস্তের- বিদায় বেলায়॥
Excellent