
টুসু পরব
টুসু পরব
-শচীদুলাল পাল
এলো রে এলো রে আঘোন সংক্রান্তি।
বিটিগুলা আয় টুসুর আসন পাতি।
কাঁড়ুলি বাছুরের গোবর তুস সরা তুরা আন।
সিঁদুরের সাত দাগ দিয়ে বসা আসন।
রোজ সাজা গাঁদা আকন্দে।
টুছু ছুটু গান বাঁধ মনের আনন্দে।
লাগবেক নাই কি করবেক বামুনে।
টুসু তুদের নাই ত কোনো পুরানে।
টুসু মানি আমাদের ঘরের বিটি।
সাঁঝে শাঁখ বাজলে আয় ছুটি।
গোল হয়ে বইসে চল ধরি তান।
গাইতে পারিস পেরেম পিরিতের গান।
সুখ দুখ, মজা মসকরা বেদনা।
বাহির ভিতর কিছুই বাদ দিবিনা।
লোক উৎসবে মাতে মানভূমি।
আদিবাসী,ভূইয়া মাহাতো কূর্মি।
সারা পৌষ মাস জুইড়ে টুসু পরব।
টুসুকে নিয়ে মাতি ইটোই গরব।
পুরা পৌষ টুসুর গানে নাচে মাতন।
পৌষ সংক্রান্তির দিনে পোখোরে ভাসান।
সকালে দলবেঁধে গাইতে গাইতে পোখোরে।
ফিরবি চান কইরে নোতুন কাপড়ে।
গা সেঁকবি কাঠ পাতার আগুনে পোখোর ধারে।
পিঠা খেঁইয়ে মেলা যাবি হাত ধইরে সারে সারে।


One Comment
Anonymous
ধন্যবাদ জানাই