কবিতা

জীবনে-মরণে

জীবনে-মরণে
-আব্দুল লতিফ মণ্ডল

 

হাটছি শাশ্বত পথে,
দীর্ঘ জীবনপথ আমার।
অসংখ্য পালক গোঁজা,
শিরস্ত্রাণের অভিজ্ঞতা।
রক্ত পিপাসার বর্শা হাতে,
আবর্তের ধন্দে সকলের জীবন।
চলেছি আমার শেষ যাত্রায়,
দিনের আলোয় জানাই বিদায়।
মৃত্যু, হ্যাঁ যথার্থ মৃত্যু,
ধ্বংসে নবজন্মের সূচনা জানায়।
থমকে দাঁড়িয়ে নিজেকে বলেছি-
“ওরে অবোধ, কেনই বা যাস?”
সমাধি রচনা করব,
দৃঢ় ধারণা আমার।
বরং অবশেষে ভালোবেসে-
পাব নিজেকে জীবনে-মরণে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>