কবিতা

সাঁকো

সাঁকো

-অনোজ ব্যানার্জী

 

সহজেই পারাপার হতে, বন্ধু ত্রাণদায়ী, সাঁকো,

থাকে কী শুধু নদীতে? থাকে কী এঁকেবেঁকে,
বাঁকেবাঁকে জলাশয়ে, খালেবিলে,
বিস্তীর্ণ খাদে, অথবা কোন হ্রদে?
সৃষ্টির সেই আদ্যন্ত, আদিকাল হতে, তিলেতিলে, দিনেদিনে,
গড়েওঠা, প্রেম-প্রীতি-ভালোবাসার অটুট, অক্ষয়, বন্ধনের সুদৃশ্য তাজমহল…
থাকবে তো অমলিন, মনোলোভা?
তোমার আমার অন্তরসাগরে সৃজিত হয় যদি কোনদিন কোন দুস্তর পারাবার?
কেমন করে হবে তা পার?
দুরন্ত, দুর্বিনীত মহাকাল ঝড় এসে,
অট্টহাসি হেসেহেসে, তার তরঙ্গিত অসংখ্য ড্রেজার হাতে,
ভেঙ্গে দিয়ে যায় যদি, জনম জনমের কোন মজবুত সাঁকো?
অদ্ভুত কোন মায়াবলে, ছলেবলে, কিংবা কোন কূটকৌশলে, পাবে কী নিস্তার?
যায় যদি হয়ে ছারখার, পিতা-পুত্র,স্বামী-স্ত্রী,ভাই-বোন, গুরু-শিষ্য, শিক্ষক-ছাত্র,
সবার শিরাধমনী, স্নায়ুজাল রক্তে নির্মিত, পরম্পর, পরমপবিত্র সম্পর্কের সাঁকো?
সংসার, সমাজের সভ্যতার সংস্কৃতির চলমান, বেগবান রথ,
যাবে কী থেমে কখনো?
ভেঙোনা, ভেঙোনা এই পরম সুহৃদ সাঁকো,
সূর্যের রঙ ধরে চিরকাল অটুট রাখো।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>