ভালো আছি
-পলি ঘোষ
অনু পরমাণু বোমা হামলার ঘটনা থেকে ও আজ আলো আশার প্রদীপ জ্বালিয়ে ভেসে উঠতে পারছি এটাই কম কি পাওয়া। আমি নিজেকে উড়িয়ে দিয়ে আবেগ হাওয়ায় হাওয়ায় ভেসে আসা প্রতিটি আবেগ ভরা চোখ দুটি কুসুম কুসুম কোমল মনের দিগন্তে মেঘ বালিকা হয়ে জ্বলছে। আজ হঠাৎ করে এমন হলো আমার যেটা ভালো সম্পর্ক ভালো সেটা বুঝতে না পারো কিন্তু নাড়ীর টানে আটকে গেছে রাতের স্রোতে ভেসে আলতো ছোঁয়ায় চোখের তারার আলোয় উদ্ভাসিত হোক আমার ক্লান্তিকর মুহূর্ত গুলো। আমি আপন মানুষ ভরা সুবাসমাখা জীবন তরঙ্গ বয়ে আনুক অনাবিল আনন্দের মাঝে। আমি জানি আমার ছোট তরী বাইতে ঐখানে যাবে স্পন্দ নেই যেখানে আবেগের নীরব ছবি তুলে পাঠাও। আমি ঝরে পরি ভোরের অজস্র শেফালি ফুলের অগাধ সম্মান প্রদর্শন করতে করতে। আমি আজ হবো প্রিয় তোমার অনুভবে অনন্ত সুখের ভাগি।তাই তো আমি আজ শুধুই কল্পনা জুড়ে জোছনা রাতের অন্ধকারে মিশে থেকেছি আমার শুভ্র প্রাণের স্পন্দন ভালো আছি বলে। আজ এক অসহায় অবস্থা জোরদার কিছুই নেই শুধু নিজের জীবনের সবচেয়ে ভালো আছি। জানি না কোথায় শুরু আর শেষের পরিনয় কি। আজ আলো আশার প্রদীপ জ্বালিয়ে রাখিব হৃদয় জুড়ে মনের দিগন্তে উচ্চ আদালতে হাজির হবো আমি। তখন একাই চলে যাবো অনেক অনেক ভালো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজের তাগিদে। আমি গর্বিত আমি নিজেই নিজের লড়াই এ সক্ষম এক ভূগর্ভস্থ ভূমীকা। পাশে কাউকে বিশ্বাস করে পাই নি। বদলে তিরস্কার আর অপমান। যা বলার জন্য আমি আমার জীবনের সবচেয়ে ভালো আছি। আজ যারা আমাকে আশা দিয়ে নিরাশ করেছে তাদের উপর বসিয়ে দিলাম আমার সম্মান। আমার আলো আশার প্রদীপ জ্বালিয়ে রাখিব হৃদয় জুড়ে জোছনা রাতের অন্ধকারে ডুবে।