“ঘুণ ধরেছে সমাজে”

“ঘুণ ধরেছে সমাজে”
-শিবব্রত গুহ

 

 

ঘুণ ধরেছে সমাজে
এক এক করে খসে পড়ছে,
সব সামাজিক ভালো দিকগুলো।
মাঝে মাঝে মনে হয়,
এ কি সমাজে বাস করছি আমরা!
এখানে ভালোবাসা নেই,
আছে শুধু দ্বন্দ্ব আর অশান্তি।
ঘুণ ধরেছে আমাদের মানবিক বন্ধনে,
চেনা মানুষ বদলে, হয় অচেনা।
মানুষ আজ ঘুরছে মুখোশ পরে,
মনের সাথে মনের আজ নেই মিল।
আজ মানুষ এর বিচার হয় সম্পদের মাপকাঠিতে।
এই দুনিয়াতে দাম নেই মানুষ এর।
দাম আছে শুধু সম্পদের।
ঘুণ ধরেছে সমাজের প্রতি মানুষের মানসিকতায়।
মানুষ আজ কি চায় তা কি সে আসলে জানে?
দম্ভে মানুষ আজ অন্ধ।
জানি না এর শেষ পরিণতি কি হবে !
তবে বলতেই হয়, ঘুণ ধরেছে সমাজে,
ঘুণ ধরেছে সমাজে, ঘুণই ধরেছে সমাজে।

Loading

2 thoughts on ““ঘুণ ধরেছে সমাজে”

Leave A Comment