সেই ভাবে
-অযান্ত্রিক
কিছু কিছু মানুষ সীমানা পেরোতে পারে,যদিও ডানা থাকেনা তাদের,
একটার পর একটা মনের আকাশ মেঘ তারা তাদের জীবনের পুঁজি।
আর কিছু মানুষ সারা জীবন একবারও আকাশ দেখেনা মাথা তুলে,
সব মানুষতো সিংহ শিকারে যায় না, তাই পায়ের দাগ চেনা হয়ে ওঠে না।
যেমন অনেক মেয়ের চোখে সাগর দেখি, কিনারা দেখিনা কখনো,
সেই চোখ শুধু চোখ নয়,যেনো আঁধারের আকাশে এঁকেছে রামধনু।
অলুক্ষনে নীল হলদে কল্কা করা শাড়ির জমিতে চোখের জল শুকনো,
তাদের নিঃশব্দ সংগীত শুনে যায় বাউলের একতারা আনমনে,শুনো।
অনেক পুরুষ বাঘের গন্ধ চেনে,গাছের গায়ে চিনে নেয় লেগে থাকা লোম,
কিন্তু পাশে থাকা মানুষের গন্ধ পায়না, বোঝে না ডুবে যাচ্ছে মনটা কখোন।
ঘোড়সওয়ার হয়না সব পুরুষ,তবুও চিপটির দাগ চেনে ছোটার অজুহাতে,
সব পুরুষ তো পুরুষ হয় না সেই ভাবে,কিছুতো ফারাক থাকে দাসে, সম্রাটে।
কিছু মেয়ে কবিতা লেখে বেশ,কারো কারো কবিতা গানের মতো শোনায়,
পাইন গাছের চুমু খেয়ে আসা হওয়া রোজ মরার আগে বাঁচার যুদ্ধ শেখায়।
এমনও পুরুষের কথা জানি মসি অসি শুধু নয় ভালোবাসার কথাই বলে চলে,
সব পুরুষ তো পুরুষ হয় না সেই ভাবে,কেউ কেউ মানুষও হয় ফেরার সময় হলে।