কবিতা,  প্রথম বর্ষ - ২০১৯,  বর্ষপূর্তি কলম

প্রথম আলাপ

প্রথম আলাপ
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

আমারই মনের রঙে এঁকেছি তোমায়–প্রথম আলাপে।
আমার অপেক্ষার পাত্র ভরে উঠেছিলো- শুধু একপলক তোমাকে দেখে।
তারপরে শুধুই পূর্ণতা।
কখন যেন ভালোবাসা গোলাপ হল।
তার মিষ্টি গন্ধ পেলেই বুঝতাম তুমি এসেছো।
যখন ফাগুন হাওয়া গান গাইত।
যখন কৃষ্ণচূড়া লাল রঙে সেজে উঠত।
তখনই তোমার আবীর রাঙা মনকে ছুঁতে পারতাম।
তোমার হাত ধরে হেঁটে যেতাম, দূরে-বহুদূরে।
কোন কথা বলতেনা তুমি-আমিও না।
শুধু নীরবতা অনেক কথা বলে যেতো।
পশ্চিম আকাশে মায়াবী গোধূলি আলো হেসে বলে যেতো…যাচ্ছিইই।
সেই মায়াবী স্তব্ধতা থেকে ফিরে আসতাম স্বপ্নের ডানায়।
দু’চোখের প্রশ্রয়ে বেড়ে উঠত আলো–ভালোবাসার আলো।
আর আমরা ভেসে যেতাম বসন্তের উতল প্রেমিক হাওয়ায়।।

Loading

4 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page