কবিতা

একুশের মঞ্চে

একুশের মঞ্চে
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

আমি তো নিশ্চিত জানি
হপ্তা খানেক পরেই একুশে ফেব্রুয়ারি।
সে দিকেই যাবো বলে পথে বেরিয়েছি।

চিরচেনা পথটাও আজ কেমন অচেনা লাগে
যদিও জানি মাঝে মাঝে বহুরূপী সাজা
তার পুরোনো অভ্যেস।

এই পথটা বই-বাজার হয়ে বউ বাজারের দিকে গেছে
পথিমধ্যে ঝলমলে সাজে বই আছে,বউ আছে
গয়নাগাটি, সবজি- বেগুন,মায় ফরেন লিকার সব আছে।
আছে নানান প্রযুক্তির খেলা–
কৌশলে তাজারাখা সাতদিনের বাসি বেগুনের গায়ে
লেগে থাকা মোহময় কৈশোর -যৌবন।
আরও আছে নানা ‘-ওয়ালা’ ও ‘ওয়ালিদের বিচক্ষণ হাসি
ছলচাতুরি ও বন্ধুত্বের মিশেলে
দলা পাকানো এই বেগুনি হাসি আমি বিলক্ষণ চিনি।
এরাই ফুল-মালা-ধূপকাঠির সমাবেশে
দেঁতো হাসি হেসে
একুশের মঞ্চে ছবি তুলে
ফেসবুকে, খবরের কাগজে ছাপাবে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>