পুড়ছে দেশের আত্মা

পুড়ছে দেশের আত্মা

-রাখী সরদার

 

 

কিইবা চেয়েছিল ছেলেগুলো
একটা বারুদ চুম্বন?
কিইবা পেল ছেলেগুলো
সাদা মোমবাতি ও কিছু ফুল?

ছেলেগুলো বুক চিতিয়ে চলে গেল…

দেখেছো ওদের কপালের স্বস্তিক চিহ্ন?
দেখেছো ওদের বুকের ক্রুশকাঠ?
দেখেছো চোখে সূর্মার ভাঁজ?

দলা পাকানো মাংসপিণ্ডে
লেগে আছে মায়ের দুধ
ছুঁয়ে আছে প্রেমিকার ওষ্ঠ
গেঁথে আছে সন্তানের তৃষিত চোখ।

এভাবেই সব লেনদেন শেষ!
গোলাপ নয় কাঁটা চাই
মোমবাতি নয় মশাল চাই …

প্রিয় রাজনীতিকগণ থামুন এবার
বাঁকা লেজ গুটিয়ে ঘুমান
গিয়ে শেডের নীচে…

পুড়ছে ঠোঁট
পুড়ছে প্রেম
পুড়ছে দেশের আত্মা

কষ্ট হয়, আকাশ ফুরিয়ে গেল বোধহয়
তবুও শুনতে পাই গান…

ছেলেগুলো ফুসফূসে পতাকা গেঁথে
বারবার বলে যায়–
“মা তুঝে সালাম
মা তুঝে সালাম।”

Loading

One thought on “পুড়ছে দেশের আত্মা

Leave A Comment