কবিতা

নারীর সম্মান প্রাপ্তি

নারীর সম্মান প্রাপ্তি
-সুমিতা পয়ড়্যা

 

ভালোবেসেই মরণ ডাকি
অনামিকায় সঙ্গী থাকি
নাকি থাকতেই ভালোবাসি !
জয়ের টিকা পুরুষের ভালে
তাতেই পত্নীর ভাল লাগে
গর্ভে ধারণ বীর্যের বরণ
স্বীকৃত রূপ এটাই কারণ
লালন কর পালন কর নিরবধি
বাঁচতে তো চাও এমনই আজ অবধি
প্রতিকার নেই, প্রতিক্রিয়া নেই অনুশোচনা ও দূর অস্ত
তবে কেন মরণের কথায় ত্রস্ত !
স্বার্থ, সে তো চিরকালের সমাহার
দ্রোপদীরা বাজারে তাই নিত্য বিকায়।
কতকটা স্বভাবে তো কতকটা আছে অভাবে,
সত্যিই কি সমাজ দেখে দেখার চাহনিতে !
সতী সীতার মূল্য যখন প্রজার বাৎসল্যে
তখন কোলাহলের পারে সম্মান প্রাপ্তি ভূভাগের মূল্যে।
এমন সম্মান অনেক বড় অনেক মধুর
মা-ই জানে সন্তানের মূল্য কতটা গভীর কতটা দূর।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>