কবিতা

বিচিত্র দৃশ্যপট

বিচিত্র দৃশ্যপট
-শংকর হালদার

 

 

দৈনিক ক্রমিক ক্রমানুপাতে
নিরপেক্ষ ভূমিতে পুষ্ট আগাছা
ধর্মের নামাবলী গায়ে বিধর্মের-
শাসন দেশ জুড়ে ,
পোলিওমায়েলাইটিস ভাইরাস
আইনের হাত ধরে পৌছে যায়
মানব গহ্বরে।
শিক্ষা অমাবস্যার কোট গায়ে…
জন্ম দেয় বীজহীন ফল।
শাসনের পর্দা ফুঁড়ে সময়ের খোপে খোপে
প্রসব করে আগাছা,
স্ব-জাতির পরিপূরক নীতির আদর্শকে
স্বাগত জানায়,
স্বাগত জানায় আলেয়ার বেশ্যা গিরি।
ক্ষণিক নিমিত্ত হলেও মোহিত চিত্তকে
ঠেলে দেয় অন্ধকূপে,
হয়তো এটি চক্রব্যূহের প্রথম ধাপ।
গভীর থেকে গভীরে আগাছার মূল
শুষে নেয় সমাজের রস,
উড়িয়ে দেয় ঊষর পাংশু সমাজ চোখে ।
পবিত্র ভারত তীর্থভূমিতে এঁকে দেয় পদচিহ্ন
রবি কাজী শরৎ বঙ্কিম আজ খাবারের ঠোঙা
পায়ে পায়ে অঞ্জলি পথের ধূলোয়
আর্বজনার আন্দোলনে নাভিশ্বাস-
পতিত পাবনীর, সন্ধিকরে খাল বিলে,
দেশ জুড়ে শ্মশানের স্বর্গ, শবের মিছিল
অবৈধ লাইনে ভিড় যমলাপুরী
ক্লান্ত পথিক মৃত্যু রাজ
লজ্জিত যত …

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>