আমার ভাষা

আমার ভাষা
-পারমিতা ভট্টাচার্য

 

 

তোমার ভাষাতে বিদেশী টান
আমারটায় শিশিরের গন্ধ,
তুমি জন কিট্স্ থেকে
ওয়াড্সওয়ার্থ….
আর আমি সেই জীবনানন্দ।

তুমি বিদেশী ভাষাতে অভ্যস্থ
বাংলাটা ঠিক আসেনা,
আমি বাংলায় কথা বলি….
তাই ইংলিশটা ভালো বুঝিনা।

অনেক বাঙালি বিদেশবাসীর
বাংলাটা আসে শুদ্ধ,
এখনো তারা পড়ে চলে
সুনীল-শক্তি -বুদ্ধ।

আমি বাঙালি তাই বাংলায় কথা বলি,
এই বাংলার মায়াভরা পথে
পা ফেলে ফেলে চলি।

ইংরেজি তে কথা বলে যারা
শিক্ষিত ভাবো ভাই,
এটা জেনে রেখো এতো মধুর ভাষা
কোথাও যে আর নাই।

এই ভাষাতেই মাকে প্রথম
মা বলে ডেকে উঠি….
এই ভাষাতেই জীবনে প্রথম
লক্ষ্যের পথে ছুটি।

এই ভাষাতেই চর্যাপদ ভাটিয়ালির সুর
এই বাংলার মাঠে ঘাটে আমি
হেঁটেছি বহুটা দূর।

তাই বলি ভাই বাঙালী হয়ে
মনে শিকড়ের টানে বাঁচো,
এমন মধুর মাতৃভাষাকে একটু….
শুধু একটু ভালোবেসো॥

Loading

Leave A Comment