কিছু কথা বাকি রয়ে গেলো

কিছু কথা বাকি রয়ে গেলো
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

কথা কতোই বলি আমি সকাল এবং সাঁঝে
কিছু কথা বুকের মাঝে রিনরিনিয়ে বাজে।

কিছু কথা খোলা আকাশ, স্বাধীনতার সুখ
কিছু কথা গুমরে ওঠে পাঁজর ভাঙা দুখ।

কিছু কথা এমনও হয় শরমে মুখ ঢাকে,
কিছু কথা বলার পরেও, অনেক বলার থাকে।

কিছু কথা রাগেতে লাল উচ্চস্বরে বলা,
কিছু কথা বিনয় ভরে ভীষণ নম্র গলা।

কিছু কথা বলতে পেরে জুড়ায় মনের ভাপ,
কিছু কথা বলে ফেলেই ভীষণ অনুতাপ।

কিছু কথা বুকের মাঝে গুড়গুড়িয়ে ওঠে
বলবো বলবো করেও মুখে বাক্য নাহি ফোটে।

কিছু কথা অহংকারী বড়োই কর্কশ,
কিছু কথার প্রতিশোধ স্পৃহা ভীষন আক্রোশ।

অনেক কথাই বলতে গেলে গর্বেতে বুক ভরে,
লজ্জাজনক কিছু কথা যত্নে লুকাই তারে।

সন্মানীয় কিছু কথা বুকের মাঝে রাখি
তার মধ্যেও কিছু থাকে অসন্মানের ফাঁকি।

কিছু কথা মন জোগানো চাপলুষি তৎপর,
কিছু কথা হাটের মাঝে ভাঙ্গবে ‘তাসের ঘর’।

কথার পৃষ্ঠে বলা কথা ঝগড়া কিংবা যুক্তি,
সঠিক ভাবে বলতে পারলে তবেই সমস্যার মুক্তি।

“কথায় কথা বাড়ে” এও যেমন সত্য
নিশ্চুপে, ভুল বোঝা বাড়ে এটাও চিরসত্য।

ভালোবাসা যত্ন ছাড়া যেমন গতিহীন,
সত্যি কথাও প্রচার ছাড়া তেমনই অর্থহীন।

এমনি করে কতো কথাই বলছি অনুক্ষণ
তবু কিছু কথা থাকে,বুকের গভীরে গোপন।

সে সব কথা যায় না বলা কখনোও ‘কাহাকে
অনেক কিছু বলার মাঝেও মুখ লুকিয়ে থাকে।

সে সব কথা ভীষণ আপন ভীষন প্রিয় মনের
কিছু কথা গভীর সুখের, কিছু দুঃখের জাল বোনে।

কথা ফোটার সময় থেকেই বলেছি যত কথা,
না বলা কথা ও আছে যত, নয় সে অল্প তা….

কত কথাই বলছি তো রোজ মন্দ এবং ভালো
তাও, কিছু কথা বাকি রয়ে গেলো…

Loading

4 thoughts on “কিছু কথা বাকি রয়ে গেলো

Leave A Comment