কবিতা

মুছে যায় চেনা মুখ

মুছে যায় চেনা মুখ

-অমল দাস

 

এখন আগুন ছুঁয়ে দহন দানে পূর্ণ হবে না প্রাণ,

সোঁদা গন্ধ মিটিয়ে বাতাস বইছে পচা মনুষ্যত্ব ঘ্রাণ।

লোটন পায়রা লুটে চলে যায় কোটর শূন্য রেখে,

আঘাতের ঘায়ে আঘাত রাতের কুয়াশা রাখে ঢেকে।

 

রক্তরজে জন্ম লভেও রক্ত পিপাসুর লোলুপ কলরব,  

ধূলিতে লুটায় মৃত্যুর প্রেমে বেওয়ারিশ যত শব।  

কেনা বেচার এই বিশ্ববাজার ত্রাসে নাভিশ্বাস ওঠে,

যা কিছু অহরহ ঘটনা বহুল তা স্বার্থ দেখেই ঘটে।  

 

সূর্য হতে যে রঙগুলি নেমে আসে আলোর পথ বেয়ে,

যে যার মত বোতলে ভরেছে নেয়নি কেউ তা চেয়ে।

ঋতুচক্র সময় মেনে নেই সময় কলির চক্রে বাঁধা,  

অত্যাচারের ভোগ গহ্বরে কাঁদে “নারী নরের আধা।” 

 

চলার পথের চেনা গলিতে হারায় কাঙ্ক্ষিত কত সুখ

রোজ কত শত দেখা হয়ে যায়, মুছে যায় চেনা মুখ

বহু সমাধির হৃদয়ে সাজানো ভালোবাসা আজো অক্ষত

নব জনমে প্রেম শাশ্বত হয়ে যদি সেথা হয় সম্মত!   

 

কাহিনীরা সব ভিড় করে থাকে যার চিত্রপট ফিকে

ডানা পিঁপড়ে উড়েই যায় আগুন আলো যেই-দিকে

জলপ্রপাতের মধুরিমা রূপ শিলা বুকে আঁকে ক্ষত

একে একে খরস্রোতে ভাসে চেনা মুখ ছিল যত।  

Loading

6 Comments

  • Anonymous

    ভাষা নেই মুখে যাহা দিয়ে বোঝার তোমার সাগরের সম ক্ষত !!!!

    • অমল দাস

      ভাষা থাকুক বা নাইবা থাকুক অন্তর সাড়া দিলেই হলো,
      ধন্যবাদ বন্ধু।

  • জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

    বাহ, অপূর্ব। সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব এ লেখা…..

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>