অ-প্রেম

অ-প্রেম
-সীমা চক্রবর্তী

 

বড় অসময়ে এলে গো ফাগুন
জ্বালাতে চাহ এ মনে আগুন
কি উপচারে করিব বরণ
আসিছো নিয়া এ কোন সমীরণ।

দগ্ধে দগ্ধে গলিত এ হিয়া
বাজালে বাঁশি মরমে পশিয়া
চারিদিকে এতো উল্লাস কেন
গুনগুন অলি গাহিছে যেন।

কোকিলাও সাথে উঠিলো ডাকি
প্রজাপতি মনের লাজুক উঁকি
রামধনু রঙ আকাশের গায়ে
ঝিকিমিকি হাসি তারায় তারায়।

মহুয়ার নেশা লাগিছে মনে
শিমূল পলাশও ডাকিছে সনে
কৃষ্ণচুড়ার ঐ হাতছানি
উপেক্ষা করা যাবে না জানি।

হৃদয়ে দিয়াছি আসন বিছায়ে
তনু মন যেন আবেশে ছায়ে
যতো দূর চাহি খুশির তুফান
একি হলো আজ হায়রে পরাণ।

ডাকিলো বাতাসে এ কোন মরমি
কুন্ঠিত মন উঠিলো শরমি
আসিলো বেগে দুয়ার খুলিয়া
শত প্রদীপ যেন উঠিল জ্বলিয়া।

বে-নামী এক উড়ো চিঠি আজ
ভুলিয়ে দিলো সকল কাজ
কেন এ অসময়ে এলে গো ফাগুন
ভাঙা এ কুটিরে লাগাতে আগুন।

Loading

Leave A Comment