কবিতা

এমন তো মনে হয় যখন আমি একা

এমন তো মনে হয় যখন আমি একা
-সত্যদেব পতি

কি নিয়ে লিখবো বলতে পারো আমার কলমের কালি তলানিতে
নিব আর জিভ বিভক্তি চাইছে, তর্জনিতে টান ধরছে চোখের চশমার পাওয়ার লাগবে –
পেটে ক্ষুধাতুর দাবানল মাথার চুলে কিলবিলে উকুনের ঝাঁক,
বুদ্ধি বলছে মনন চাই পরিবেশ আগুন দহনে দাহ্যমান এরপর কি লেখার কোনো জায়গা থাকে?

যে নীল পাখিটা একদিন জেনেছিল
তার ছিল নিজস্ব একটুকরো আকাশ। তার চোখে এখন শুধুই আতঙ্ক আর ভবিষ্যতের আশঙ্কা। সম্পর্ক শুধু তো গ্রহণ নয়, সমর্পণও
নির্জন ছায়াপথে হেটে যেতে যেতে এক আঁজলা জল, টুপটাপ বৃষ্টি এতদিন এই রকম স্বপ্ন দেখে আসছি তোমার মনের আকাশে আমি একমাত্র চাঁদ!

Loading

Leave A Comment

You cannot copy content of this page