কবিতা

আবেশীয়ানা

আবেশীয়ানা
-রুদ্র প্রসাদ

 

দিনকরের লঘুচালে আবেশ আপন খেয়ালী,
আলো-আঁধার মাঝারে আবছায়ার হেঁয়ালি;
কম্পিত লাজে অধরসিক্ত, পুলকিত দামিনী,
নিশিযাপন আবেগে শিহরিত কুসুমকামিনী।

কোন অমোঘ আকর্ষণে পলাতক মন হোতা!
অচেনা-অজানা মানিক, আছে যেন কোথা?
দূর হতে আগতনামা, হাসে আকাশের গায়,
ভ্রমেই দিকভ্রষ্ট, নিজেতেই নিজেকে হারায়!

মহাশূণ্যে সকাশ বিদ্রুপে নক্ষত্রখচিত চমক,
আপনাতেই বিজন রূদ্ধকণ্ঠে বাষ্পীয় দমক!
চন্দ্রিমাও আপন কলঙ্কে মলিন বিদগ্ধ বসনা,
জ্যোৎস্নার মায়াজালে বোনা অলীক বাসনা।

বিরসেই সিক্ত রস, আরাধনায় মাধুরী বন্দন,
কল্প-কাননে পারিজাত ভাসে সুরভিত নন্দন!
অম্বর গরজে কভু, আধার নিষিক্ত কোথাও,
চকিত হরষে চমকিত সেথা, কাদম্বরী উধাও!

নীলের বুকে বেহাগ স্রোতে অনুক্ষণ বিলীন,
মুক্তমনে দিশাহারা অনুভূতিরাও শব্দবিহীন;
ময়ূরপঙ্খী ফেরার, উজানে নিস্তরঙ্গ বন্যতা,
আকর্ষণে স্থবির ঘর্মস্রাব, পেলব আদিমতা।

অজান্তে অযাচিত মন ধায় কেমন আবেশে,
শূণ্য মাঝে পূর্ণ সেথা কোন সে পরীর দেশে!
মোচনে রাগ-রাগিণী লয় সাজায় আনমনে,
উদ্দীপনাময় কৌতুকাবহ নিভৃত আলাপনে।

কোলাহলময় হলাহলে সুখ শীৎকার বঞ্চিত,
শত ব্যস্ততার ফাঁকে অভিসারী আশ সঞ্চিত;
নিমীলিত আঁখিপটে সঞ্চারিত ঈপ্সিত বর্ণন,
স্বপ্নিল অক্ষেই দোদুল্যমান অবদমিত মনন।

লালকমল-নীলকমলে আঁকা রিক্ত করতল,
গুঞ্জনে অলির মাধুকরী, বিকশিত শতদল!
অন্তর দর্শায় অশনিযোগে প্রয়াস সুদূরগামী,
আবেশীয় বশে মন, স্বপ্নের নীরব অনুগামী।।

Loading

8 Comments

  • Anonymous

    আবেশীয় বশে মন, স্বপ্নের নীরব অনুগামী ।।
    মন ছুঁয়ে গেল।

    • রুদ্র প্রসাদ

      ধন্য যোগে কৃতজ্ঞতা নিরন্তর ভাই ভূষণ…💐

  • Anonymous

    শুভ নব বর্ষের দিনে অসাধারণ একটি কবিতা পাঠ করলাম| ভালো থাকবেন

    • রুদ্র প্রসাদ

      ধন্য যোগে কৃতজ্ঞতা অশেষ, মন্তব্যে প্রাণিত হলাম…💐
      নতুন বছর সবার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসুক, সমৃদ্ধ ও দৃপ্ত হোক আগামী – এই প্রার্থনা করি, ধন্যবাদ।

Leave A Comment

You cannot copy content of this page